ইউনাইটেডে অগ্নিকাণ্ডে রোগীর মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
এনটিভি
প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:৫৫
রাজধানীর গুলশানে বেসরকরি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে। একইসঙ্গে রিটে পাঁচজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিব