এবার রঙিন হচ্ছে ‘পথের পাঁচালী’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:০১
উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ মুক্তি পায় ১৯৫৫ সালে। ওই সময় উপমহাদেশের তৎকালীন বাস্তবতায় সাদাকালোতে নির্মিত হয় ছবিটি। এবার আমেরিকার ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ‘পথের পাঁচালী’র ফোর কে রেজুলেশনের একটি রঙিন ভিডিও প্রকাশ করেছেন।
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি ভিডিও সম্পাদক রাকিব রানা। ছবিটি রঙিন করতে তারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করেছেন। গবেষক দলটির প্রকাশিত ভিডিওতে অপু, দুর্গা, সর্বজায়া ও হরিহর উপস্থিত হয়েছেন রঙিন রুপে। আরো দেখা গেছে বিখ্যাত ট্রেন চলে যাওয়া ও কাঁশবনের দৃশ্য।
- ট্যাগ:
- বিনোদন
- ভিডিও
- পথের পাঁচালী
- সত্যজিৎ রায়