‘বাহুবলি’র বল্লালদেবের লকডাউনে বাগদান, বিয়ে ৮ আগস্ট

আরটিভি প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৮:৩৫

বাহুবলি’-র বল্লালদেব অর্থাৎ পর্দার সেই বল্লালদেব চরিত্র রূপদানকারী রানা দাগ্গুবতির বাগদান করেছেন। লকডাউনের প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে ২১ মে প্রথম বার রানার রোকা অনুষ্ঠানের কথা চাউর হতেই তাজ্জব হয়ে গিয়েছিলেন ভক্তরা।

এদিকে রানার বাবা সুরেশ বাবু প্রথমে বলেছিলেন বাগদান নয়, রীতি অনুযায়ী, পাকা কথা বলতেই এক হয়েছিলেন পরিবারের সবাই।
লকডাউনের মধ্যেও বাগদানের আসর জমে উঠেছিল। সেখানে উপস্থিত ছিলেন বহু তারকা। রোকা অনুষ্ঠান শেষ করেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছিলেন রানা।হায়দরাবাদের রামনাইডু ফিল্ম স্টুডিওতে বসেছিল রানা-মিহিকার সেই বাগদানের আসর। দক্ষিণ ভারতীয় ট্র্যাডিশনাল সাজে সেজে উঠেছিলেন দুজনেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, আসছে ৮ আগস্ট চারহাত এক করে ধুমধামে বিয়ে করতে চলেছেন রানা ও মিহিকা। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রানার বাবা সুরেশ বাবু। বিয়ের আসরও বসবে হায়দরাবাদে।মিহিকা পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। সম্প্রতি ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্ট সংস্থা শুরু করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও