কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি মেনেই শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন নাঈম

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৮:২১

গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই নাটকের শুটিং বন্ধ রয়েছে। তবে চলতি সপ্তাহ থেকে নাটকের শুটিং শুরুর বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এ পরিস্থিতিতে অনেকেই কাজে ফেরার পরিকল্পনা করছেন। এ তালিকায় রয়েছেন নাট্যাভিনেতা এফএস নাঈম। ঈদের পর নাঈমের কাছে নির্মাতাদের পক্ষ থেকে একাধিক নাটকের স্ক্রিপ্টও পৌঁছে দেয়া হয়েছে।

এগুলো দেখে নির্মাতাদের সম্মতিও দিয়েছেন এই অভিনেতা। এখন অপেক্ষায় আছেন কবে, কীভাবে নাটকগুলোর শুটিং শুরু হয়। এ বিষয়ে নাঈম বলেন, বাসায় থাকতে থাকতে জীবনযাপনটাই অন্যরকম হয়ে গেছে। কারণ এভাবে দীর্ঘ সময় এক জায়গায় থাকা হয়নি। তবে ঈদের পর এখন যেহেতু পরিস্থিতি শিথিল করা হয়েছে, তাই অনেকেই কাজে ফিরছেন।

আমিও কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। নাঈম আরো বলেন, এরই মধ্যে কয়েকটি খণ্ড নাটকের প্রস্তাব এসেছে। এগুলোতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ ভাইরাস সহজেই হয়তো নির্মূল হবে না। কিন্তু মাসের পর মাসও বসে থাকা যাবে না। তাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার পরিকল্পনা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও