খুলনায় বাস চলাচল শুরু দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

নয়া দিগন্ত প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৬:৫৫

খুলনার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কগুলোতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। দুই মাসাধিককাল পর করোনা ভাইরাসের সংক্রমণের শংকা নিয়েই মানুষ সোমবার সকাল ৬টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসে চাপতে থাকেন। বাস চালু হলেও সাধারণ যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। আবার নিজেরাও সমস্যার কারণ হচ্ছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আসন প্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার দাবি করলেও অভিযোগ করেন ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।

যানবাহনে সরকারি নির্দেশনা মোটামুটি মেনে যাত্রীদের উঠানামা করতে দেখা যায়। তবে কাউন্টারগুলোর সামনে খুব কম যাত্রীকেই শারীরিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়। দীর্ঘদিন পর দেখা হওয়ায় অনেক যাত্রী ও বাস শ্রমিককে পরস্পরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করতেও দেখা যায়। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের কোনো নজরদারি দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও