You have reached your daily news limit

Please log in to continue


করোনায় বিএনপির ত্রাণ কার্যক্রমে অসন্তোষ ২০ দলে

দেশে করোনা পরিস্থিতিতে বিএনপির দেয়া ত্রাণ কর্যক্রমে ২০ দলের সঙ্গে সমন্বয় বা সম্পৃক্ততা না থাকায় জোটে দেখা দিয়েছে অসন্তোষ। শরিকদের অভিযোগ, বিএনপি জোটের নেতৃত্ব দিলেও অন্যান্য দলকে কোনো মূল্যায়ন করেনা। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে জোটের তুলনায় ঐক্যফ্রন্টের প্রাধান্য ছিলো অনেক বেশি। বিএনপি ভুলেই গিয়েছিলো বিপদে ২০ দলই ছিলো তাদের পাশে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারো জোটকে অবমূল্যায়ন করছে বিএনপি। অসন্তোষের মুখে ২০ দলীয় জোট আজ কোণঠাসা হয়ে পড়েছে। জোট নেতারা বলেন, আজ আমরা আশাহত। ভেবেছিলাম, জোট প্রধান খালেদা জিয়ার মুক্তির পর আশার আলো দেখবো। বিএনপির পাশাপাশি নিজেরাও উজ্জীবিত হবো। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন মনে হচ্ছে। কেনোনা জোট প্রধান আজ প্রায় ২ মাস হলো মুক্ত হয়েছেন। কিন্তু তিনি একবারও আমাদের খোঁজ নেননি। ফলে আমরা এখন ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। বিএনপি এখনো ভুল পথে পরিচালিত হচ্ছে অভিযোগ করে শরীক দলের একাধিক সিনিয়র ও দায়িত্বশীল নেতা ডেইলি বাংলাদেশকে বলেন, বিএনপির কাছে ২০ দলীয় জোটের কোনো মূল্য নেই। আমাদের ধরেও রাখছে না আবার ছেড়েও দিচ্ছে না। তারা বলেন, বিএনপি যেভাবে এগোচ্ছে দেখে মনে হচ্ছে শুধুমাত্র কয়েকজন নেতা ব্যক্তিগত ফায়দা লুটছে। তারা দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিগত স্বার্থে দল চালাচ্ছে। এছাড়া এখনই বিএনপির ভেতরে চলছে নেতৃত্বের দ্বন্দ্ব। এ দ্বন্দ্বের সমাপ্তি কী তা সময়ই বলে দেবে।   কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ডেইলি বাংলাদেশকে বলেন, বিএনপির বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এখন করোনার সময়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন