মারাত্মক যৌন রোগ সিফিলিস-এর লক্ষণ ও প্রতিকার
মানুষ নানা রকম যৌন রোগে আক্রান্ত হয়। তবে প্রধান যৌন রোগগুলোর মধ্যে সিফিলিস অন্যতম। এটি খুবই জটিল একটি যৌন সংক্রামক রোগ। এ রোগে সংক্রমিত হলে দেহে দীর্ঘকালীন জটিলতা দেখা দেয়। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা যায়, তবে রোগীর মৃত্যুও হতে পারে। প্রতি বছর পৃথিবীতে প্রায় ১২ মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত হয়।
আমাদের দেশে এ রোগের প্রভাব ব্যাপক। ডা: মো: হুমায়ুন কবীর এই রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো- সংক্রমণের উৎস কী?
আক্রান্ত ব্যক্তির ত্বক ও শ্লেষ্মাঝিল্লির ক্ষত, ক্ষত হতে নিঃসৃত রস, লালা, যোনি থেকে নিঃসৃত রস, যোনি থেকে নিঃসৃত রক্ত, বীর্য আক্রান্ত ব্যক্তির ঠোঁট ও মুখ। এসব হচ্ছে সিফিলিস রোগে সংক্রমণ হওয়ার উৎস।
কীভাবে সংক্রমিত হয়?
আক্রান্ত ব্যক্তির দেহে সৃষ্ট সিফিলিটিক ক্ষত এর সরাসরি সংস্পর্শে এলে জনান্তরে এ রোগ ছড়িয়ে পড়ে।
আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি শারীরিক সম্পর্ক, অনিরাপদ শারীরিক সম্পর্ক, বিশেষ করে পায়ুপথে শারীরিক সম্পর্ক কিংবা মুখ মৈথুন কিংবা চুম্বন বিনিময় করলে।