You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের ৫ দেশ ও অঞ্চলের শুভেচ্ছা বিনিময়ের আজব পদ্ধতি

বিশ্বের এমনও কিছু দেশ আছে, যেখানে জিব বের করে কিংবা নাকে নাক ঘষে জানানো হয় অভিবাদন। সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেমন বদলে যায় ইতিহাস ও ঐতিহ্য, তেমনই ব্যত্যয় ঘটে সামাজিক রীতিনীতিরও। চলুন, জেনে নিই বিশ্বের এমনই কিছু আজব ও অন্য রকম শুভেচ্ছা বিনিময়ের প্রথা।

ফ্রান্সের প্রেমের শহর প্যারিসে আইফেল টাওয়ারের সামনে প্রিয়জনকে জড়িয়ে চুম্বন দিয়েছেন তো অনেকে। তবে জানেন কি, ফ্রান্সে পরিচিতদের শুভেচ্ছা জানানোর অন্যতম এক উপায়ও যে এটি? ফরাসি ভাষায় যাকে বলা হয় ‘লা বিস’। সাধারণত দুই গালে একবার করে চুম্বন দেওয়া হলেও কিছু অঞ্চলে সেটা তিন বা চারবারও দেওয়া হয়। কখনো আবার কেবল গালে গাল লাগিয়ে চুম্বনের মতো শব্দও করা হয়। বন্ধুত্বপূর্ণ এই ইঙ্গিতটি আন্তরিক সম্পর্কের প্রতীক। তবে প্রথমবার দেখা হলে অপরিচিতজনের সঙ্গে এই রীতি অনুসরণ না করে এড়িয়ে যাওয়াই শ্রেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন