প্রথম হ্যাটট্রিক সানচোর, ডর্টমুন্ডের গোল উৎসব

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২০, ১১:২৭

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে বড় জয় এনে দিয়েছেন জাদোন সানচোর। প্যাডারবোর্নকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লুসিয়ান ফাভরের শিষ্যরা।  প্রথমার্ধ পযর্ন্ত গোলপোস্ট অক্ষত রেখেছিল প্যাডারবোর্ন। তবে দ্বিতীয়াধে তা আর সম্ভব হয়নি বুন্দেসলিগা পয়েন্ট তালিকার একেবারে তলানির ক্লাবটি।

৫৪তম মিনিটে থোরগান হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।  এর ৩ মিনিট পরেই প্রথম গোলের দেখা পান সানচো। ইংলিশ মিডফিল্ডার পরের গোল দুটি করেন ৭৪ ও ম্যাচের যোগ করা প্রথম মিনিটে। ডর্টমুন্ডের হয়ে ৮৫ মিনিটে আশরাফ হাকিমি এবং ৮৯ মিনিটে মার্সেল স্মেলজার বাকি গোল দুটি করেন। প্যাডারবোর্ন একমাত্র গোলটি পরিশোধ করেন পেনাল্টি থেকে। 

ব্রায়ান স্টেইনের পরে ইংলিশ প্রিমিয়ার লিগের বাইরে একমাত্র ইংলিশ তারকা হিসেবে ইউরোপের শীর্ষ লিগে হ্যাটট্রিক করলেন সানচো। মজার বিষয় হচ্ছে, ৩১ বছর আগে ঠিক আজকের এই দিনে ফ্রেঞ্জ লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছিলেন স্টেইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও