কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ১৪০০

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৪:১৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার ঘটনায় ১৭ টি শহর থেকে ১ হাজার ৪শ মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র।

প্রেসের দেওয়া তথ্য অনুযায়ী গেল বৃহস্পতিবার থেকে শুরু করে ১ হাজার ৩শ ৩৮ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে শনিবার রাতের বিক্ষোভের পর এ সংখ্যা আরো অনেকে বেড়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর, দোকান লুটপাটসহ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এরই মধ্যে পুলিশ স্টেশনে আগুন দেওয়া সহ ঘটেছে সহিংসতার ঘটনা। মিনেসোটা, জর্জিয়া, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ওকল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যের ৩০ শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫টি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গেল সোমবার এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে জর্জ ফ্লায়েডকে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও