কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসলামী ব্যবস্থা প্রভাবশালী আন্তর্জাতিক খেলোয়াড় হয়ে উঠেছে : ইরান

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১২:৪৪

ইরানের নবনির্বাচিত মজলিসের (সংসদ) স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ বলেছেন, ইসলামী ব্যবস্থা এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠেছে।

আজ রোববার তিনি এ কথা বলেন। আজ সকালে মজলিসের আনুষ্ঠানিক অধিবেশনের ভাষণে তিনি বলেছেন, কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়েছে ইসলামী ব্যবস্থা।

বিদ্যমান সমস্যার কথা বলতে গিয়ে স্পিকার বলেন, ইসলামী প্রজাতন্ত্র এমন এক সময়ে হুমকির মুখোমুখি হয়েছে যখন নতুন ইরানী সংসদ ক্ষমতা গ্রহণ করেছে। ইতোমধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে সমস্যাগুলি সমাধানের কাজ শুরু করা হয়েছে।

২৮ শে মে মোট ২৪৮ এর মধ্যে ২৩০ ভোট নিয়ে নতুন সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন কালীবাফ। ইরানের ফেব্রুয়ারির নির্বাচনের পরে এ সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হন। কালীবাফ বলেন, এই সত্যটি আজ অনস্বীকার্য যে, চার দশক ধরে আকাঙ্ক্ষা থেকে সরে না গিয়ে শত্রুদের প্রতিরোধ করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

তিনি বলেন, ইরানের আঞ্চলিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি উদ্ধত শক্তিগুলির বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও