কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অফিস-ব্যবসা প্রতিষ্ঠান চালু, গণপরিবহন না থাকায় ভোগান্তি

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১২:১০

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে সঙ্গী করেই টানা ৬৬ দিন ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস। খুলেছে পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও। শুরু হয়েছে ট্রেন ও নৌযান চলাচল। তবে সড়কে গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কর্মস্থলমুখী সাধারণ মানুষ।

অফিস-ব্যবসা প্রতিষ্ঠান খুলে গেছে আজ থেকে। দীর্ঘদিন পর আজ রোববার থেকে বাস চলাচলও শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। আগামীকাল সোমবার থেকে শুরু হবে বাস চলাচল। সরকার আজ রোববার থেকে বাস চলাচলের অনুমতি দিলেও বাস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন, একদিন পর থেকে চালু করার।

দীর্ঘদিন ধরে পড়ে থাকা বাস মেরামত এবং সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর জন্য ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সুরাহা হলেই বাস সড়কে নামাতে চান তাঁরা। এ অবস্থায় গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যানবাহন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মস্থলগামীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও