আজ যত খুশি বাড়তে পারবে ৭ কোম্পানির শেয়ারের দাম
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারের দাম আজ যতখুশি বাড়তে পারবে। এর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, উত্তরা ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ম্যারিকো বাংলাদেশ এবং রেকিট বেনকিজার। রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকার মধ্যে পরিচালনা পর্ষদ সভা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিগুলোর দাম বাড়ার ক্ষেত্রে আজ কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ারের দাম যতখুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ারের দাম নামতে পারবে না।
কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৬টি কোম্পানিই সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। এরমধ্যে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।