কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জয়পুরহাটে দুই দিনে ১৯ জনের করোনা শনাক্ত

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৯:৫৬

জয়পুরহাটে দুই দিনে দুই চিকিৎসকসহ ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার ১৪ জন এবং এর আগের দিন শুক্রবার ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জয়পুরহাট জেলায় মোট সংক্রমিতের সংখ্যা হলো ১৮৪ জন।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার ঢাকা থেকে ৩১৮টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে দুই চিকিৎসকসহ ১৯ জনের করোনা পজিটিভ।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, জয়পুরহাটে গত দুই দিনে দুই চিকিৎসকসহ ১৯ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। দুই চিকিৎসক গোপীনাথপুর আইসোলেশনে দায়িত্ব পালন করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও