কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেন ও লঞ্চ চলাচল শুরু, বাস চালু হবে সোমবার

বার্তা২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:৪৭

সরকারের নির্দেশনায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রোববার (৩১ মে) থেকে চালু হয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। তবে বাস চলাচল শুরু হবে একদিন পরে সোমবার থেকে।

জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়েছে। তবে কমলাপুর রেলস্টেশন থেকে সকালের দিকে কোনো ট্রেন ছেড়ে যাবে না। দুপুর ১:৩০ মিনিট নাগাদ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বনলতা এক্সপ্রেস।


রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে ট্রেনের অর্ধেক টিকেট বিক্রি করা হচ্ছে। কোনো টিকেট স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে না। টেনের সব টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে। তাছাড়া স্টেশনে প্রবেশের মুখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও