রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হতে পারে ২০২০, আশঙ্কা গবেষকদের

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:৩০

চলতি বছরের শুরু থেকেই নভেল করোনাভাইরাসের প্রকোপে স্বাভাবিক ছন্দ হারিয়েছে গোটা বিশ্ব। এরই মাঝে নতুন আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা। মার্কিন সমুদ্র ও বায়ুমণ্ডল বিশারদদের গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০২০ উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হাত ধরে সারা বিশ্বের মানুষই হয়তো ২০২০ সালকে আজীবন ভয়ঙ্করতম স্মৃতি হিসেবে ভুলে যেতে চাইবেন। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর একাধিক ভয়াবহতার আবহ তৈরি হয়েই চলেছে।

সারা দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবের মাঝেই ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা, আর লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপকূলবর্তী একাধিক জেলা। এর মাঝেই বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে এ বছরটি উষ্ণতম বছরেরেও রেকর্ড গড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও