You have reached your daily news limit

Please log in to continue


রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হতে পারে ২০২০, আশঙ্কা গবেষকদের

চলতি বছরের শুরু থেকেই নভেল করোনাভাইরাসের প্রকোপে স্বাভাবিক ছন্দ হারিয়েছে গোটা বিশ্ব। এরই মাঝে নতুন আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা। মার্কিন সমুদ্র ও বায়ুমণ্ডল বিশারদদের গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০২০ উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হাত ধরে সারা বিশ্বের মানুষই হয়তো ২০২০ সালকে আজীবন ভয়ঙ্করতম স্মৃতি হিসেবে ভুলে যেতে চাইবেন। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর একাধিক ভয়াবহতার আবহ তৈরি হয়েই চলেছে। সারা দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবের মাঝেই ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা, আর লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপকূলবর্তী একাধিক জেলা। এর মাঝেই বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে এ বছরটি উষ্ণতম বছরেরেও রেকর্ড গড়তে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন