কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৬ বাংলাদেশিকে লিবিয়াতেই দাফন

ঢাকা টাইমস প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:০৫

লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে মারা যাওয়া ২৬ বাংলাদেশিকে সেই দেশেই দাফন করা হয়েছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ এস এম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি লিবিয়ার মিজদা শহরে মানবপাচার জিম্মি ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাজধানী ত্রিপোলি থেকে মিজদার দূরত্ব অনেক। এছাড়া গৃহযুদ্ধ কবলিত লিবিয়া থেকে নিহতদের লাশ বাংলাদেশে আনার মতো বাস্তব পরিস্থিতি নেই। ফলে মরদেহগুলো লিবিয়াতেই দাফন করা হয়েছে।

ওই ঘটনায় যেসব বাংলাদেশি আহত হয়েছেন তাদের ত্রিপোলির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের কাউন্সেলর আশরাফুল ইসলাম।

গত বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের মিজদা অঞ্চলে অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১১ জন বাংলাদেশি। তারা সবাই অবৈধভাবে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে