‘লিবিয়া হত্যাকাণ্ডের পেছনে থাকা বাংলাদেশিদেরও শাস্তি দিতে হবে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ মে ২০২০, ০২:৩০

লিবিয়াতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা ও ১১ জনকে আহত করার নির্মম ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে ত্রিপোলির সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা মনে করেন লিবিয়ার নাগরিকদের চেয়ে এসব ঘটনার জন্য বাংলাদেশের মানব পাচারকারী ও দালালদের বেশি দোষ। কারণ তারাই প্রলোভন দেখিয়ে হতভাগ্য লোকগুলোকে বিদেশে নিয়ে যায় এ ধরনের পরিণতির জন্য। এই দালালচক্রের সঙ্গে সরকারের যেসব ব্যক্তি জড়িত, তাদেরও গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আর তা নিশ্চিত হলে কেবল লিবিয়াতে নয়, অন্যান্য দেশেও মানব পাচার বন্ধ হবে বলে মনে করেন তারা।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মাদ শহীদুল হক বলেন, ‘ওই হতভাগ্য লোকগুলোর সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের অধিকাংশ এদেশ থেকে লিবিয়ায় গেছে।’

২০১৫ সালে এ ধরনের ঘটনা বেড়ে গেলে লোক পাঠানো বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের নেওয়া নিদের্শকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয় জানিয়ে তিনি বলেন, ‘ওই সময়ে এখানকার রিক্রুটিং এজেন্সিরা যুক্তি দেখিয়েছিল যে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদের মঙ্গলের দায়িত্ব সরকারের নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও