You have reached your daily news limit

Please log in to continue


করোনা: চট্টগ্রামে আরও ২৩৭ জন আক্রান্ত

চট্টগ্রাম: চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮১টি নমুনা পরীক্ষা করে ২৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ১৭৮ জন চট্টগ্রাম নগরের এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  সিভিল সার্জন বলেন, সর্বশেষ ২৩৭ আক্রান্তের মধ্যে ১২০ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবের রিপোর্ট পাওয়া না গেলেও বিআইটিআইডি ল্যাবের গত তিন দিনের নমুনা পরীক্ষার ফলাফল এক সাথে দেওয়া হয়। এই ল্যাবে গত তিন দিনের ৮১৬টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন