বানর ছিনিয়ে নিল করোনার নমুনা

বণিক বার্তা প্রকাশিত: ৩১ মে ২০২০, ০১:০২

ভারতে একদল বানর এক ল্যাব টেকনিশিয়ানের ওপর হামলা করে ছিনিয়ে নিয়েছে কভিড-১৯ পরীক্ষার তিনটি নমুনা। শুনতে মজার হলেও ঘটনাটি সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ নমুনাগুলোর মাধ্যমে বানরগুলো আক্রান্ত হতে পারে এবং তাদের মাধ্যমে আরো অনেক বানর এবং মানুষ আক্রান্ত হতে পারে।

ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত মীরাটে একটি মেডিকেল কলেজের বাইরে এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন রোগী থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীর কাছ থেকে নমুনা ছিনিয়ে নিয়ে বানরের দল একটি আবাসিক এলাকার দিকে চলে যায়।

বানরের আক্রমণে সেই স্বাস্থ্যকর্মী আহত না হলেও কর্মকর্তারা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। অবশ্য হওয়ারই কথা, কারণ এ স্বাস্থ্যকর্মী বানরের কাছ থেকে নমুনাগুলো উদ্ধারের চেষ্টা করার পরিবর্তে ঘটনাটির ভিডিও মোবাইলে ধারণে ব্যস্ত ছিলেন।বিজ্ঞানীদের মতে, বানর করোনাভাইরাস দিয়ে আক্রান্ত হতে এবং পরবর্তী সময়ে মানুষকে সংক্রমিত করতে পারে।অনেক ভারতীয় প্রাণী থেকে নিজেরা করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে ভীত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও