করোনা আক্রান্ত ব্যক্তির ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ০০:০৫

ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির ক্ষেতের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আজ শনিবার সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষেত থেকে ধান কেটে ঘরে পৌঁছে দেন তিনি।

গত ২৪ মে দোহার উপজেলার বিলাসপুরে লাভলু শিকদার নামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। ওই ঘটনার পর কৃষিশ্রমিকরা আক্রান্ত ব্যক্তির ক্ষেতের ধান কেটে দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কয়েকদিন ধরে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান লাভলু শিকদার। বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে করোনা আক্রান্ত ওই ব্যক্তির ধান কেটে দিতে ইচ্ছে পোষণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

আজ সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষেতে ধান কাটার কাজে নেমে পড়েন নির্মল গুহ। ক্ষেত থেকে ধান কেটে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন তাঁরা।

এ বিষ‌য়ে নির্মল রঞ্জন গুহ বলেন, ‘যেকোনো দুর্ভোগ ও দুর্যোগে সেবক হিসেবে পাশে থাকাই স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নীতি। করোনা আক্রান্ত ব্যক্তি সমাজের কোনো অপরাধী নয়। তাঁরা আমাদের সমাজেরই অংশ, আমাদেরই কারো না কারো স্বজন। কষ্টে ফলানো ধান নিয়ে ওই ব্যক্তির দুর্দশার কথা জেনে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এগিয়ে এসেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও