You have reached your daily news limit

Please log in to continue


ঋষির চলে যাওয়া এক মাস, স্মরণ করলেন নীতু কাপুর

ইরফান খানের মৃত্যুর ঠিক পরদিনেই মারা যান ঋষি কাপুর। বলিউডে পরপর দু’টি বড় নক্ষত্রপতনে মুষড়ে পড়ে গোটা বিনোদন জগত। ইরফানকে হারানোর দগদগে ক্ষত সারার আগেই সকলকে ছেড়ে চিরকালের মতো বিদায় নেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুর একমাস পর স্বামী ঋষি কাপুরকে স্মরণ করে সামাজিক মাধ্যমে খোলা চিঠি লিখলেন নীতু কাপুর।ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে রণবীর কাপুরের মা নীতু কাপুর লিখেছেন, ‘তুমি আমাকে বিদায় জানিয়েছ। আমি এগিয়ে চলেছি হাসি মুখেই, চোখে অশ্রু নিয়ে নয়। তোমার হাসিকে হৃদয়ে রেখেই আমি জীবনের পথে এগিয়ে চলেছি।’ বাবাকে স্মরণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ঋষিকন্যা ঋদ্ধিমা কাপুর সাহানিও। তিনি লেখেন, ‘একটা মহান আত্মা কখনও মরে না, আমাদের একত্রিত করে। আমরা তোমায় ভালোবাসি বাবা।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন