ঘরে থেকে বিনোদন দেওয়ার চেষ্টা অপুর
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:৪৮
করোনার মহামারিতে অনেকদিন ধরেই বিনোদনের সব মাধ্যমের কার্যক্রম বন্ধ। বিকল্পভাবে ছোট পর্দা ও বড় পর্দার কোনো কোনো পরিচালক, শিল্পী নিজ নিজ ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছেন। ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও ঘরে বসে ‘আলো আসবেই’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে বাংলাদেশের আরও ১৬ জন বড় পর্দার তারকা কাজ করেছেন। ঈদে শাপলা মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুধু অভিনয় নয়, চলচ্চিত্রটি তৈরির পরিকল্পনাতেও দেবাশীষের সঙ্গে যুক্ত ছিলেন অপু বিশ্বাস।
এদিকে ১৮ মিনিট ৪৭ সেকেন্ডের এই ছবি ইউটিউবে মুক্তির পর দর্শকের সাড়া পড়েনি বললেই চলে। এককথায়, যাকে বলে ফ্লপ। চার দিনে মাত্র ৭ হাজার ৪০০ বার দেখা হয়েছে এই ছবি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে