কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্যাকেজ বরাদ্দ চায় ‘মা সংসদ’

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাতৃত্বকালীন ভাতাকেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’ মডেল কর্মসূচি প্রাথমিকভাবে ১০০ উপজেলায় বাস্তবায়নের জন্য ২০২০-২১ অর্থবছরে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দাবি করেছে ‘মা-স্বপ্ন ফাউন্ডেশন’র ‘মা সংসদ’ প্লাটফর্ম। শনিবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান প্লাটফর্মটির সদস্য নন্দিতা মন্ডল (টুঙ্গীপাড়া), ইতি আক্তার (কালীগঞ্জ), ফাতেমা বেগম (লক্ষ্মীপুর সদর), রাজিয়া বেগম (রামগতি), সালমা খাতুন (মজিবনগর), সন্ধ্যা রবি দাস (শ্রীমঙ্গল), মেরিনা বেগম (বদলগাছি), লিপি বেগম (উলীপুর), মিনারা বেগম (দৌলতখাঁন), সাবিনা ইয়াসমিন (চাটখিল), শ্যামলী আক্তার (সিংড়া), রাবেয়া বেগম (কমলনগর)। বিবৃতিতে ‘মা সংসদ’র সদস্যরা বলেন, সরকার থেকে ‘স্বপ্ন প্যাকেজ’র স্বাস্থ্য পুষ্টি জন্মনিয়ন্ত্রণ কার্ড, শিক্ষা ও বিনোদন কার্ড, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ আবাসন, কর্মসংস্থান জীবিকায়ন উপকরণ ও পরিবেশ প্রশিক্ষণ সঞ্চয় আমাদের হস্তান্তর করায় আমরা মালিকানা পেয়েছি। আমরা কেউ এখন আর গরিব নই। আমাদের মর্যাদা বেড়েছে। আমাদের পরিকল্পিত পরিবারে পুষ্টিহীন দুটি সন্তানের অধিক নেই, সবাই স্কুলে যায়, বাল্যবিবাহ নেই, জন্মনিবন্ধনহীন নেই। সমাজে ধনী-গরিবের আয় বৈষম্য কমে আসবে, ন্যায্যতা বাড়বে, অধিকার সংরক্ষণ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন