খালেদা জিয়ার সাথে সরকারের আচরণে লজ্জিত প্রফেসর এমাজউদ্দিন
খালেদা জিয়ার সাথে যে রকম ব্যবহার করা হয়েছে, তাতে লজ্জিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।শনিবার বিকেল ৩টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার মতো একজন সৎ ও গুণী মানুষকে দুই বছর এ রকম কষ্ট দিয়ে কারাগারে আটকে রাখাটা অত্যন্ত বেদনাদায়ক। সরকারের এহেন কর্মকাণ্ডে আমার লজ্জা বোধ হয়। আমি মনে করি বেগম খালেদা জিয়ার এখন আবার সময় হয়েছে দেশের জন্য ভূমিকা রাখার। আমি দোয়া করি পরিবেশ পরিস্থিতি সে রকম তৈরি হোক। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আল্লাহ তার হায়াৎ বাড়িয়ে দেক। তিনি যেনো আবার এ দেশের জন্য কাজ করতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.