ফেরিঘাট দেখে সারাদেশ মূল্যায়ন করা যাবেনা: নৌ প্রতিমন্ত্রী
দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের সিদ্ধান্ত অনুসরণ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফেরিঘাটের এক হাজার, দুই হাজার বা পাঁচ হাজার মানুষ দেখে বাংলাদেশকে মূল্যায়ন করা যাবেনা। শনিবার করোনা পরিস্থিতি নিয়ে জেলার বিরল উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ কার্যক্রমে জড়িত সংশ্লিষ্টদের সতর্কতার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তালিকার কোন নাম যেন বাদ না যায়। বর্তমানে দেশের কানেক্টিভিটি এত স্ট্রং, ফাঁকি দেয়ার সুযোগ নেই।
এ ত্রাণ কার্যক্রম নিয়ে অনেকে অহেতুক বিতর্ক করেছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, অনেকের নগদ বা বিকাশের অ্যাকাউন্ট নাই। তাই দোকানের বা নিরাপদ কারো নাম্বার দেয়া হয়েছে। তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হয়নি। এটা নিয়ে কত বিতর্ক করা হল। তিনি বলেন, ভ্যানওয়ালা, বা জুতা সেলাই যে করে তার কিন্তু বিকাশ নাম্বারের দরকার নেই; যদিনা তার কোন সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে। খালিদ বলেন, মসজিদ, কওমী মাদ্রাসা ও খেটে খাওয়া মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ- প্রধানমন্ত্রীর এসব কার্যক্রম স্মরণীয় হয়ে থাকবে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, সমগ্র পৃথিবী আজকে অস্থির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অস্থির হয়ে বিভিন্ন কথা বলছেন। ইতালির প্রধানমন্ত্রী আকাশের দিকে চেয়ে কান্না করেছেন। বৃটেনে বরিস জনসন নিজেই আক্রান্ত। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিনিয়ত সাহস দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশের মানুষ অনেক সাহসী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.