সিকান্দারের মন্তব্যের পাল্টা জবাব স্টোকসের
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১১:৪৬
সদ্য প্রকাশিত বই ‘বেন স্টোকস অন ফায়ার’-এ ২০১৯ বিশ্বকাপ সংক্রান্ত বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। যেখানে স্টোকস জানিয়েছেন, তাঁর দেশের বিরুদ্ধে গত বছর বিশ্বকাপে ভারতের রান তাড়া করার পদ্ধতি অবাক করেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সেই ম্যাচে জিতলে বিশ্বকাপে টিকে থাকত পাকিস্তানও।
স্টোকসের বইয়ের সেই উক্তিকে বিকৃত করে টুইটারে সরব হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বাখ্ত। সিকান্দারের সাফ মন্তব্য, স্টোকস নাকি তাঁর বইয়ে লিখেছেন-ইংল্যান্ডের বিরুদ্ধে ইচ্ছাকৃত ম্যাচ হেরেছিল ভারত। তাঁর এ মন্তব্যের প্রতিবাদ করে এক ভারতীয় সমর্থক প্রশ্ন করেন, ‘‘প্রমাণ করুন, কোথায় স্টোকস এই কথা লিখেছেন?’’ তার পাল্টা জবাব দেন স্টোকস নিজেই।
- ট্যাগ:
- খেলা
- আত্মজীবনী
- আইকন ক্রিকেটার
- বেন স্টোকস