মাদকের চালান ধরতে গিয়ে ঝালকাঠির রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার এক মাদক ব্যবসায়ীর হাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় গালুয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খোকনের অস্ত্রোপচার চলছে।
মাদকের চালান ধরতে অভিযানে থাকা খোকনের সহকর্মী এসআই দীলিপ কুমার বলেন, তাঁরা দুজন ছাড়াও দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চারজন দুটি মোটরসাইকেলে করে ওই বাজার এলাকায় যান। এ সময় ইজিবাইকে করে মাদক ব্যবসায়ী রাজন মল্লিক, ইকবাল মল্লিক, সাগর ওরফে পেন্সি সাগরসহ চার-পাঁচজন বাজারের দিকে আসছিলেন।
পুলিশ মোটরসাইকেল দিয়ে তাঁদের গতি রোধ করলে তাঁরা ইজিবাইক থেকে নেমে পাশের ধানের খালি মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে একটি বাড়িতে ওঠেন। এ সময় এসআই খোকন হাওলাদার একাই মোটরসাইকেল নিয়ে ওই বাড়ির দিকে গেলে তাঁকে মাদক ব্যবসায়ীদের একজন কোপ দিয়ে পালিয়ে যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.