কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওদের আশ্রয়ে আগুন দিয়ে টেনে হিঁচড়ে বের করে হত্যা করা হয়েছে

সময় টিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ২২:৫২

ওদের আশ্রয়ে আগুন দিয়ে টেনে হিঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন হত্যার ঘটনা আমাকে বিমর্ষ করে। আমি স্তম্ভিত, হতবিহবল হয়ে যাই...! সিলেটের জৈন্তাপুরে আজ ৬টা শেয়াল, ১টা বেজি, ২টি বড় বাঘডাশা হত্যা করা হয়েছে। ছবিতে আসেনি এমন আরও কয়েকটি প্রাণী হত্যা হয়েছে।

ফতেপুর ইউনিয়নে সবুজ ঢিলা বেষ্টিত ঝোপঝাড়ে ও মাটির গর্তে পরিবারের সদস্য নিয়ে বাস করতো অবলা প্রাণীগুলো। প্রকৃতির এই সন্তানগুলো নিশ্চিন্তে ছিল আপন আবাসে, কারো ক্ষতি করেনি। হঠাৎ ঘরের ভিতর আগুন! এরপর ধোয়ায় শ্বাসরুদ্ধ হলে প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু তারা পারেনা।

গর্তের মুখে লাঠি হাতে মানুষের ভীড় সেইসাথে জাল আর দড়িতে প্রাণীগুলোর গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। কেউ ভীড় ঠেলে পালাতে গিয়ে বাঁচতে পারেনি তাদেরও পিটিয়ে হত্যা করা হয়... মে জুনের সময়কালে প্রকৃতির নানান স্তরের প্রাণীকুলের প্রজনন ঘটে। পরের একটি প্রজন্মের আগমনের চিন্তার ভাজ বেজি শেয়ালের অথবা বাগডাশের কপালেও পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও