কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাড়া ফ্লাইটে সস্ত্রীক যুক্তরাজ্যে গেলেন মোরশেদ খান

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ মে ২০২০, ২০:১২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ভাড়া করা ফ্লাইটে যুক্তরাজ্যের পথে উড়লেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। বৃহস্পতিবার তারা ঢাকা ছাড়েন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ওই চার্টাড (ভাড়া করা) ফ্লাইটে তিনি ও তার স্ত্রী নাসরিন খানা ছাড়া আর কেউ ছিলেন না।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুজন যাত্রী নিয়ে একটি চার্টাড ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।মোরশেদ খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকাল তিনটায় তারা বাসা থেকে বের হন। লন্ডনে তাদের ছেলে থাকেন।

এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ছাড়া সব দেশের সঙ্গে আকাশ পথে যোগাযোগ বন্ধ আছে। তবে বিভিন্ন দেশ চার্টাড ফ্লাইট ভাড়া করে বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করে দেন। একইভাবে বাংলাদেশিরাও যেসব দেশে আটকে ছিলেন তাদেরও আনা হয়েছে বিশেষ চার্টাড ফ্লাইটে করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও