কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে গেলেন বিচারক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:০৭

উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন। তিনি দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ) রোগে ভুগছেন। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে গত ২২ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। বিচারপতি আমির হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট মেহেদি হাসান জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিচারপতি আমির হোসেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৯ মে) তার অপারেশন হওয়ার কথা ছিল। তবে আগে কেমো দিতে হবে বলে ডাক্তার পরামর্শ দিয়েছেন। কেমো শেষ হলে অপারেশনের বিষয়ে অগ্রসর হবেন চিকিৎসকরা। তিনি (বিচারপতি) রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে আমির হোসেনসহ ১০ জনকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও