কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনা আক্রান্ত

আরটিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। আজ শুক্রবার সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ঢাকা থেকে আসা রিপোর্টে ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন জেলা সদর উপজেলার রাধিকা গ্রামের ১ জন, সদর হাসপাতালের ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, শহরের মধ্যপাড়ায় ৪ জন, পীরবাড়ি ২ জন, কাজিপাড়া ৩ জন, কলেজপাড়া ১ জন, মুন্সেফপাড়া ১ জন, ভাদুঘর ১ জন, আশুগঞ্জে আলমনগরের ১ জন ও বিজয়নগরের সিংগারবিল গ্রামের ১ জন। তিনি আরও জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে। এছাড়াও এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও