কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৫:৩৭

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ শুক্রবার সকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩শ’ জনে।সর্বশেষ সংগৃহীত মোট ১৩০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

এই ১৩০ জনের নমুনার মধ্যে তাড়াইল উপজেলায় সংগৃহীত ৫২ টি নমুনা বাতিল হয়ে যায়। বাকি ৭৮ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।বর্তমানে জেলায় মোট ১১০ জন করোনা রোগী এবং ৪ জন বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ৬ জন করোনা পজিটিভ রয়েছেন।কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন।সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নতুন করোনা শনাক্ত হওয়া এই ১০ জনের মধ্যে জেলার ভৈরব উপজেলার ৭ জন ও পাকুন্দিয়া উপজেলার ৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও