সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন ওয়াকার ইউনুস!
ক্লিন ইমেজধারী সাবেক পাক ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ওয়াকার ইউনুস। তারই টুইটার অ্যাকাউন্ট থেকে পর্ন ভিডিও লাইক করা হয়েছে, ফলে বিব্রতকর অবস্থাতেই পড়তে হয়েছে সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে। তবে ভিডিও লাইক করেননি ইউনুস, টুইটার অ্যাকাউন্ট হয়েছে হ্যাক।
হ্যাকাররা লাইক করেছে পর্ন ভিডিও ক্লিপ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের এই প্রাক্তন পেসার। শুক্রবার (২৯ মে) সকালে টুইটারে এক ভিডিও পোস্ট করেন কিংবদন্তি এই পেসার, জানান পুরো ঘটনা। বলেন, সোশ্যাল মিডিয়ায় আর কখনও তাকে দেখা যাবে না। এই প্রথম বার নয়, আগেও যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল, সেটাই জানিয়ে দেন তিনি।
পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট এবং ২৬২ একদিনের ম্যাচে ৪১৬ উইকেট নেওয়া ওয়াকারের এই পোস্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। অনেকেই অবাক হয়েছেন গোটা ঘটনায়। ওয়াকার সেই ভিডিও বার্তায় বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এবং নিম্নরুচির ভিডিওতে লাইক করেছে আমার অ্যাকাউন্ট থেকে।