কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিথিলার বাড়ি থেকে জামাই ষষ্ঠীর আদর পেলেন না সৃজিত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:০০

বিয়ের পরবর্তী সময়গুলো যেখানে আনন্দে খোশ মেজাজে ঘুরে ফিরে কাটানো কথা, সেখানে সৃজিত-মিথিলার সময় কাটছে লকডাউনে পৃথক দুটি দেশে ঘরে বন্দি হয়ে। করোনাভাইরাসের কারণে ঈদে শ্বশুর বাড়িতেও বেড়াতে আসতে পারলেন না এই নির্মাতা। গতকাল বৃহস্পতিবার পার হয়ে গেল বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী।

শুধু খাবারে চোখ রেখেই দিনটি কাটাতে হলো সৃজিতকে। অথচ এই দিনে ইলিশ, মাটন আর পঞ্চব্যাঞ্জনে মেতে ওঠার কথা ছিলো তার। বাংলাদেশের নতুন জামাই সৃজিত মুখোপাধ্যায়ের এবার জামাই ষষ্ঠীতে শাশুড়ির হাতের মাটন,ভর্তা, রোস্ট খাওয়া হল না। বৃহস্পতিবার খাবারের টেবিলে সাজানো লোভনীয় সব খাবার আর সৃজিতের গতবারের ঢাকা সফরের একটি ছবি শেয়ার করে মিথিলা লেখেন, ‘এবার জামাই ষষ্ঠীতে নিজেই ভালোমন্দ কিছু খেয়ে নাও।’

তবে শোনা যাচ্ছে, এবার ঢাকাতে আসলেই সৃজিতকে তার পছন্দের খাবার খাইয়ে নিয়ম করে জামাই ষষ্ঠী সারবেন মিথিলার মা। গত ডিসেম্বর মাসে হঠাৎ করেই বিয়ে সেরে ফেলেন সৃজিত-মিথিলা। বিয়ের চার মাস পার হতে না হতেই করোনাভাইরাস তাদের আলাদা থাকতে বাধ্য করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও