ইউটিউবে এনটিভির কোটি সাবস্ক্রাইবার, ১৫ প্লে-বাটন
এনটিভি
প্রকাশিত: ২৯ মে ২০২০, ১১:৫০
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে তুমুল জনপ্রিয় এখন এনটিভি। ইউটিউবের প্রিমিয়াম পার্টনার এনটিভি অনলাইনের সিএমএইচে থাকা ১৯টি চ্যানেল ইতোমধ্যে ১০ মিলিয়ন বা এক কোটি সাবস্ক্রাইবার পেরিয়েছে। পাঁচটি গোল্ড প্লে-বাটনসহ ১৫টি প্লে-বাটন দিয়েও এনটিভি অনলাইনকে পুরস্কৃত করেছে ইউটিউব। বাংলাদেশের কোনো স্টেশনের মধ্যে এনটিভিরই রয়েছে এত সাবস্ক্রাইবার ও প্লে-বাটন। এ ছাড়া ফেসবুকে লাইক সংখ্যায়ও দেশি টিভিগুলোর মধ্যে সবার ওপরে এনটিভি, রয়েছে প্রায় এক কোটি ২০ লাখ লাইক। এ প্রসঙ্গে এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধান হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ জানালেন, ‘সময়ের সঙ্গে সংগতি রেখে ও দর্শক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে