কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ১০ জুনে

নয়া দিগন্ত প্রকাশিত: ২৯ মে ২০২০, ১০:০০

আইসিসি টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। তবে তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার কোনও সিদ্ধান্ত নিল না টি-২০ বিশ্বকাপ নিয়ে। ১০ জুন হতে পারে এই নিয়ে সিদ্ধান্ত। করোনাভাইরাসের জন্য বিশ্ব জুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট ইভেন্ট। যার ফলে সব সূচি নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে আবার সব কিছুর সূচি তৈরি করতে হচ্ছে। এর মধ্যেই আইসিসির তথ্যের নিয়ম বেশ কিছুদিন ধরে ভাঙা হচ্ছিল, যা নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, কিন্তু সেটা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে কোভিড-১৯-এর জন্য। যদি একান্তই বিশ্বকাপ ওই সময় না হয় তাহলে স্থগিত হয়ে যাওয়া আইপিএল হতে পারে।

বোর্ডের টেলি-কনফারেন্সের পর আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, ‘বোর্ডের তরফে আইসিসি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে তারা যাতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা চালিয়ে যায় দৈনন্দিন বিষয় নিয়ে যেখানে সাধারণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে কোভিড-১৯ ভাইরাস।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও