করোনাকালে সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন অতিথি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৮:১২

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ রয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। দর্শনার্থী ছাড়া প্রাণহীন সাফারি পার্কে প্রাণ ফিরিয়ে এনেছে পার্কের কোর সাফারিতে থাকা জেব্রা।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেব্রা পরিবারে নতুন শাবক জন্ম নিয়েছে। আর নতুন শাবক পেয়ে আনন্দে ভাসছে জেব্রা পরিবার। সদ্য জন্ম নেয়া শাবকটি দুষ্টুমিতে মাতিয়ে রাখছে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিষ্ঠালগ্নে পার্কে বেশ কিছু জেব্রা আনা হয়েছিল। দেশীয় আবহাওয়ার সঙ্গে সহজেই মানিয়ে নেয়ায় গত পাঁচ বছর ধরে জেব্রাগুলো নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। নতুন এই শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ১৯টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও