কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই ধাপে চলবে চিত্রা-রূপসা-কপোতাক্ষ

বার্তা২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৭:১০

স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে খুলনা থেকে ট্রেন ছাড়বে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই ধাপে মোট তিনটি যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে আগামী রোববার (৩১ মে) থেকে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কোন রুটে কয়টি ট্রেন চলবে তার রোডম্যাপ তৈরি করেছে রেল বিভাগ। এক সিটে যাত্রী ও এক সিট খালি— এই নিয়মে আগামী দুই সপ্তাহের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুটি গ্রুপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, প্রথম ধাপে ‘ক’ গ্রুপে ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস ৩১ মে থেকে পরিচালনা করা হবে। দ্বিতীয় ধাপে ‘খ’ গ্রুপে খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনগুলো ৩ জুন থেকে পরিচালনা করতে সুপারিশ করা হয়েছে। ট্রেন চলাচলের জন্য ২৪ দফা নিদের্শনা মেনে চলার কথা বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও