মহাসংকটে খুলনার চিংড়ি উৎপাদন
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ মে ২০২০, ০১:০০
দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় গত তিন দশকে চিংড়ি চাষ বেড়েছে ব্যাপক হারে। কিন্তু গত এক বছরের তিন তিনটি ঘূর্ণিঝড় ও কভিড-১৯-এর যুগপৎ প্রভাবে খুলনা অঞ্চলের চিংড়ি উৎপাদন এখন মহাবিপর্যয়ের মুখে। রফতানি বন্ধ থাকায় এ অঞ্চলে মারাত্মক ভাটা পড়েছে পণ্যটির উৎপাদনেও। বর্তমানে চিংড়ি উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এখানকার ২২ লাখ পরিবারের জীবন-জীবিকা এখন মহাসংকটে।