সিপিবি সভাপতির করোনা নেগেটিভ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ মে ২০২০, ২২:৩৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে দ্রুত তার করোনা পরীক্ষার ব‌্যবস্থা করায় তাকে ধন‌্যবাদ জানিয়েছেন এই বাম নেতা। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বুধবার কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্সের মাধ্যমে জানতে পারি মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ এবং তার করোনার উপসর্গ আছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানান।প্রধানমন্ত্রী মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা টেস্ট করানোর ব‌্যবস্থা করতে নির্দেশ দেন।তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি মুজাহিদুল ইসলাম সেলিমকে ফোন করি এবং তার এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা করি।

বৃহস্পতিবার তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’দ্রুত করোনা পরীক্ষার ব‌্যবস্থা করার জন‌্য মুজাহিদুল ইসলাম সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান বলে জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও