চট্টগ্রাম নগরীর বিহারি কলোনিতে দুই গ্রুপের মারামারির সময় ছুরিকাঘাতে মো. সাব্বির নামে অবাঙালি এক তরুণ মারা গেছেন। বুধবার গভীর রাতে নগরীর খুলশী থানার পাঁচ নম্বর ওয়ারল্যাস কলোনিতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কৌশলে লাশ নিয়ে দাফন করার আগ মুহূর্তে পুলিশ লাশটি উদ্ধার করে। খুন হওয়া সাব্বির চটপটি বিক্রি এবং বিয়ে-অনুষ্ঠানের মঞ্চ সজ্জার কাজ করতেন। এ ঘটনায় শমসের, মানিক ও হৃদয় নামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর খুলশী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, ‘বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিহারিদের দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। প্রায় শ’ খানেক লোক কলোনির ভেতরে খোলা জায়গায় জড়ো হয়ে বিশৃঙ্খলা করেন। বৃষ্টির মধ্যে অন্ধকারে সাব্বিরকে ছোরা দিয়ে কেউ পেটের মধ্যে খোঁচা দেয়। রক্তাক্ত অবস্থায তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তবে সাব্বির মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন বলে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ পরিবারকে বুঝিয়ে দেয়। পরে আমরা এলাকায় গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.