![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/05/28/image-154128-1590668929.jpg)
ধর্মান্তরিত হওয়ায় মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা বাবার
ইত্তেফাক
প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৮:১৪
আফ্রিকার দেশ উগান্ডায় ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ায় এক মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রাহেমা কিউমুহেন্দো নামের ওই ধর্মান্তরিত খ্রিস্টান নারী এখন আহত অবস্থায় উগান্ডার এমবালের একটি হাসপাতালে ভর্তি আছেন। আগুনে তার পা, পেট, ঘাড় এবং পিঠের নিচের অংশ পুড়ে গেছে।