কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় বিপর্যস্ত মুম্বাইয়ে খোঁড়া হচ্ছে গণকবর!

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:৩৭

করোনার এই মহামারিতে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাণিজ্য নগরী মুম্বাই।মুম্বাইতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।সময় যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে করোনার বিরুদ্ধে লড়াই। সেখানে গণকবর খোঁড়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, মেরিন লাইনের গণকবরে প্রথম দফায় করোনায় মৃত ২০ জনকে কবর দেওয়া হবে। তবে এ বিষয়টি মুম্বাই প্রশাসন এখনও স্বীকার করেনি। কভিড ১৯ -এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৭ হাজারের গণ্ডি ছুঁয়েছে। মহারাষ্ট্র থেকে ১৮৯৭ জনের মৃত্যুর খবর মিলেছে।এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুম্বাই।

তারপরেই সব চেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে পুনেতে। ভারতের এক তৃতীয়াংশরও বেশি আক্রান্ত এখন মহারাষ্ট্রে। মুম্বাইয়ে করোনা আক্রান্ত রয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছে ১০৯৭ জন। ফলে বাণিজ্যনগরীতে কার্যত মৃত্যুপুরীর নিস্তব্ধতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও