কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুস্থ নারীকে মৃত দেখিয়ে চালের তালিকা থেকে বাদ

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:০১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা অসহায় দুস্থ নারীকে মৃত দেখিয়ে স্বজনের নাম প্রতিস্থাপন করে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। ২০১৬ সালে সারা দেশের মতো দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তৈরি করা হয় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা।

ওই তালিকা অনুযায়ী বছরে পাঁচ বার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ১৯৩ জন পরিবারের মধ্যে দেয়া হয়। সেই তালিকায় দৌলতখালী গ্রামের স্বামী সন্তান হারা অসহায় বৃদ্ধা আতরজানের (৯০) নাম ১০১ নম্বর কার্ডধারী হিসেবে অর্ন্তভুক্ত করা হয়। কার্ড অনুযায়ী তাকে নিয়মিত চালও দেয়া হয়।

কিন্তু হঠাৎ চলতি মে মাসে দৌলতপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত নতুন সুবিধাভোগীদের নামের তালিকায় আতরজানকে মৃত দেখিয়ে ৬ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার হোসেনের স্বজন আমিরুনের নাম প্রতিস্থাপিত করে তাকে চাল দেয়া হয়েছে। এ বিষয়ে এই ইউনিয়নের চালের ডিলার মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ সাড়ে তিন বছর নিয়মিত চাল পেলেও হঠাৎ করে মে মাসে আতরজানকে মৃত দেখিয়ে তার নামের জায়গায় ৬ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন তার স্বজন আমিরুলের নাম দেয়া হয়েছে। সেই অনুযায়ী মে মাসের ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেয়া হয়েছে তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও