লিবিয়ায় যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
লিবিয়ার গৃহযুদ্ধে যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সূত্রে জানা গেছে, এক ডজনের বেশি রুশ যুদ্ধবিমান উড়ে গেছে লিবিয়ার খলিফা হাফতার নিয়ন্ত্রিত এলাকার একটি সামরিক ঘাঁটিতে। তবে বিমানগুলোতে রাশিয়ার সিল বা লোগো নেই।
লিবিয়ার গৃহযুদ্ধে শুরু থেকেই হাফতার বাহিনীর প্রতি সমর্থন আছে রাশিয়ার। অন্য দিকে ত্রিপোলির জাতিসঙ্ঘসমর্থিত সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক, কাতার ও ইতালির মতো কয়েকটি দেশ।
গত কয়েকদিনে গৃহযুদ্ধে হাফতার বাহিনী একের পর এক পরাজয় বরণ করার পর রাশিয়ার যুদ্ধবিমান পাঠানোর খবর এলো। দেশটিতে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করার পরই হাফতার বাহিনী পিছু হটতে শুরু করে। কিন্তু সত্যি যদি রাশিয়া হাফতারের সমর্থনে যুদ্ধবিমান পাঠায় তাহলে বলতে হবে এই যুদ্ধ এখানেই শেষ নয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আফ্রিকা কমাণ্ড বুধবার টুইটাইরে লিখেছে, মে মাসের গত কয়েক দিনে রাশিয়ার মিগ-২৯ এস, এসইউ-২৪ যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। বিমানগুলো সিরিয়ার খেমিনিন বিমান ঘাঁটিতে অবতরণের পর মিগ-২৯ এস বিমানে নতুন করে (প্রতীক ও লেগো) রং করা হয়, যাতে কোন দেশের পতাকা ছিল না।