লকডাউনের মধ্যে বাড়িতে পৌঁছতে অসুস্থ বাবাকে পেছনে বসিয়ে ১২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে আলোড়ন সৃৃৃৃষ্টি করেছেন ১৫ বছরের জ্যোতি কুমারী। তার এমন কর্মকাণ্ডের প্রশংসা করে ভারতের কোচিং সেন্টার সুপার-৩০ বিনামূূূল্যে জ্যোতিকে পড়ানোর প্রস্তাব দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে টানা সাতদিন বাবাকে নিয়ে সাইকেল চালায় জ্যোতি। এর মধ্যে দু-দিন পুরো অভুক্ত ছিল সে। বিহারের বাসিন্দা জ্যোতির বাবা গুরুগ্রামে রিকশা চালাতেন। কিন্তু সম্প্রতি দুর্ঘটনায় পড়ে রিকশা চালানোও বন্ধ হয়ে যায় তার। বাবার দুর্ঘটনার খবর পেয়ে বিহার থেকে গুরুগ্রামে তাকে দেখতে যায় জ্যোতি। লকডাউনে সেখানেই আটকা পড়ে সে। ঘরে ফেরার আর কোনও পথ না পেয়ে বাবাকে নিয়ে সাইকেলে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দেয় সে।
জ্যোতি কুমারী যে সাহস আর মনের জোরের পরিচয় দিয়েছে, তার জন্য সুপার ৩০-র তরফে থেকে আইআইটির জন্য প্রস্তুত করা হবে বলে টুইট করে জানিয়েছেন সুপার ৩০-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমার। তিনি এটাও জানিয়েছেন জ্যোতির সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন আনন্দ কুমারের ভাই প্রণব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.