প্রথমবার উড়তে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক বিমান

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:৪৮

বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ ইলেকট্রিক বিমান প্রথমবারের মতো আকাশে উড়তে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনের আকাশে চেসনা কারাভান নামক ওই বিমান ২০-৩০ মিনিট আকাশে উড়বে বলে আগেই এক বিবৃতিতে জানানো হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানে যাত্রী থাকবে ৯ জন। তবে পরীক্ষামূলকভাবে আকাশে উড্ডয়নের ফলে একজন পাইলটও থাকবেন। ঘণ্টায় ১৮৩ কিলোমিটার গতিতে শুরুতে এটি ওড়ার কথা।

জানা গেছে, বিমানটি ২০২১ সালের শেষের দিকে যাত্রী পরিবহণ শুরু করবে। আর এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমাবে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আগে থেকেই এই বিমান দ্রুত চালুর জন্য কাজ শুরু হয়েছে। আর করোনার মধ্যে সেই কাজে আরো গতি পেয়েছে। কারণ, যে কোনো পরিস্থিতিতে বিমানটি চলাচল করতে পারবে। এমনকি বিমানটির যাত্রী নামা-ওঠা করানোর পর জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিলেই চলবে। আর এতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেও মনে করছেন চেসনা কারাভান কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও