লকডাউনের অবসরে ১৪ বছর আগের চিত্রকর্ম শেষ করলেন জনি ডেপ
লকডাউনের অবসরে ১৪ বছর আগের চিত্রকর্ম শেষ করলেন জনি ডেপ বিনোদন - চ্যানেল আই অনলাইন ২৮ মে, ২০২০ ১৩:২৬ জনি ডেপের অসাধারণ অভিনয় নৈপুণ্যের কথা সবার জানা থাকলেও, অনেকেই হয়তো জানতেন না যে তিনি দারুণ ছবিও আঁকতে পারেন। লকডাউনের অফুরন্ত অবসরটাকে কাজে লাগিয়েছেন এই তারকা।
১৪ বছর আগে শুরু করে অসমাপ্ত অবস্থায় রেখে দেয়া একটি চিত্রকর্মের কাজ শেষ করেছেন তিনি। ইনস্টাগ্রামে ওয়াইন বোতলের সেই চিত্রকর্মটি শেয়ার করেছেন জনি ডেপ। ২০০৬ সালে এই ছবি আঁকা শুরু করেছিলেন তিনি।
ব্যস্ততার কারণে ঘরের কোণে পড়ে ছিল। অবসর পেয়ে আবার রঙতুলি নিয়ে ছবির কাজ শেষ করেছেন জনি ডেপ। জনি ডেপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পেইন্টিংটি খুঁজে পেলাম, যেটা শুরু করেছিলাম ২০০৬-এ… ১৪ বছরে একবারও স্পর্শ করিনি। মাঝে মাঝে শুধু এক ঝলক চোখে পড়েছে। তবে ছবিটি শেয়ার না করতে পারার বিষয়টি আমার মনে প্রায়ই ঘুরপাক খেতো।’
- ট্যাগ:
- বিনোদন
- হলিউড তারকা
- চিত্রাঙ্কন
- লকডাউন
- জনি ডেপ