You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস : ৮০০ কোটি ডলারের স্বর্ণ কিনেছে মানুষ

সারাবিশ্বে চলছে করোনাভাইরাসে সৃষ্ট সংকট। এই সংকটকালীন সময়ে মানুষ স্বর্ণে বিনিয়োগে ঝুঁকছেন। কারণ, সংকটের সময় এ খাতে বিনিয়োগকে মানুষ নিরাপদ মনে করে থাকেন। চলতি বছরের এপ্রিলের শুরু থেকে ২০ মে পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্টে ৮০০ কোটি ডলার বিনিয়োগ হয়। করোনায় বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত। কাগুজে মুদ্রার মান কমছে। এ ক্ষেত্রে মানুষ মূল্যবান এই ধাতু বেশি কিনে রাখছেন। 'ফেডারেল রিজার্ভ বর্তমানে অর্থনীতিতে প্রচুর পরিমাণে নগদ অর্থ সরবরাহ করছে, যার প্রভাবে মুদ্রার মান কমছে। আর এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণের চাহিদা বাড়ছে। কাগুজে মুদ্রার মানের প্রতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ক্রমশ কমছে। তাছাড়া তাদের অন্য কোথাও বিনিয়োগ করার খুব বেশি সুযোগও নেই', বলছিলেন ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চের কমোডিটিজ অ্যান্ড ডেরিভেটিভস রিসার্চের প্রধান ফ্রান্সিসকো ব্লানচ। বিশ্বজুড়েই পণ্যের চাহিদা প্রায় শূন্যের কোঠায় নেমেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন